সদ্য সংবাদঃ-
    নড়াইলের জমজম রেষ্টুরেন্টের উপর তলার নির্মাণাধীন ভবন থেকে ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে পিঠে ছুরিবিদ্ধ কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ নড়াইল সদর উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভূঁইয়াকে জরিমানা নড়াইলে বজ্রপাতে কিশোরের মৃত্যু রাকিবের ফলাফল দেখা হলো না আজ নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের মৃত্যু নড়াইলে চিত্রায় গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার বসুন্দিয়ায় ভৈরব নদী থেকে অভয়নগরের নিখোঁজ ইজিবাইক চালক ইমনের বস্তাবন্দি লাশ উদ্ধার ভোলা লালমোহনে বীজ ও সার পেলেন ক্ষুদ্র- প্রান্তিক কৃষকেরা কালিয়া পৌরসভার কর্মকর্তা কর্মচারি বেতন ভাতার দাবীতে কর্মবিরতি পালন

    ২০২০ সালে বিশ্ব কাঁপাবে এই ৫ টি ফোন……

    • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

    স্মার্টফোনের ইতিহাসে স্বরনীয় হয়ে থাকবে ২০১৯ সাল। স্মার্টফোন কোম্পানিগুলোর প্রতিদ্বন্দিতা ছাড়িয়ে গিয়েছিল আগের যে কোনো বছরকে। ২০২০ সালেও সেই ধারা অব্যাহত থাকেবে বলে বেশিরভাগ প্রযুক্তিপ্রেমী মনে করছেন। এরইমধ্যে তেমন দামামা বাজতে শুরুর ইঙ্গিতও মিলছে।

    হুয়াওয়ে পি ৪০

    ২০১৯ সাল হুয়াওয়ের জন্য তেমন সুখকর ছিল না। তবে অনেক সংগ্রামের পর চীনে এখনো সেরা ফোন হুয়াওয়ে। সবকিছু ছাপিয়ে ২০২০ সালে আসছে চমকপ্রদ নতুন স্মার্টফোন হুয়াওয়ে পি ৪০। এতে থাকছে পাঁচটি ক্যামেরা। এরমধ্যে মূল ক্যামেরা হতে পারে ৬৪ মেগাপিক্সেলের।

    আইফোন ১২

    আইফোন ১২ সিরিজ বাজারে আসবে এ বছরই। সিরিজটিতে থাকবে ফাইভ-জি পরিসেবা নিয়ে। অ্যাপল জানিয়েছিল, ২০১৯ সালে তাদের পক্ষে কোনো ফাইভ-জি ফোন উন্মুক্ত করা সম্ভব হয়নি। এবার সেই পরিসেবা নিয়ে নতুন বছরে ইউজারদের জন্য আসছে নতুন আইফোন। নতুন ডিজাইনে থাকছে না কোনো নচ ও ওএলইডি ডিসপ্লে। নতুন বছরের প্রথম দিকেই তিনটি ফোন উন্মুক্ত করার চিন্তভাবনা রয়েছে অ্যাপলের।

    স্যামসাং গ্যালাক্সি এস ১১

    ২০২০ সালের মার্চের মধ্যেই আসবে স্যামসাং গ্যালাক্সি এস ১১। যদিও এটা অফিসিয়াল ঘোষণা না। জানা গিয়েছিল, নতুন এই ফোনের ডিসপ্লের পাঞ্চ হোল আরো ক্ষুদ্রতর হতে চলছে। ঠিক যেমনটা এখন স্যামসাং নোট ১১ এর রয়েছে। ফাইভ-জি তো থাকছেই। তবে যাই হোক, নতুন চমক নিয়ে স্যামসাং গ্যালাক্সি এস ১১ বিশ্ব কাঁপাবে বলে ধারণা বিশ্লেষকদের।

    অপো ফাইন্ড এক্স টু

    পপ ক্যামেরা এনে অপো ফাইন্ড এক্স স্মার্টফোনের আধুনিকীকরণের পথে হাঁটছিল প্রতিষ্ঠানটি। শোনা যাচ্ছে, পরবর্তী স্মার্টফোনের জন্য এবার আন্ডার ডিসপ্লে ক্যামেরা আনতে চলেছে অপো। ডিভাইসটিতে থাকছে স্ন্যাপড্রাগন ৮৬৫।

    নোকিয়া ৮.২

    বাজারে ফাইভ-জি হ্যান্ডসেট আনতে কিছুদিন আগে কোয়ালকমের সঙ্গে চুক্তি করেছে নোকিয়া। তখনই ঠিক হয়েছিল, নোকিয়ার নতুন স্মার্টফোনগুলোতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন সিরিজের হার্ডওয়্যার থাকবে। শোনা যাচ্ছে, নতুন এই নোকিয়া ৮.২ হ্যান্ডসেটে চমকপ্রদ কিছু ফিচার থাকছে। স্ন্যাপড্রাগন ৮৬৫-এর পাশাপাশি আর কী ফিচার থাকছে তার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

    Share This Post in Your Social Media

    Comments are closed.

    More News Of This Category
    All rights reserved © Tech Business Development Ltd.
    Support BY TechITBD
    error: Content is protected !!