রাঙ্গুনিয়ায় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩৬ তম জন্মোৎসব উদযাপন পরিষদ গঠিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি#
সৎসঙ্গ বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩৬তম জন্মোৎসব উদযাপন পরিষদ গঠন সভা ও দিবা সৎসঙ্গ অদ্য ৮ মার্চ ২০২৩ ইং শুক্রবার সকাল ১১.০০ ঘটিকার সময় ইছাখালী অশোকারাম বুদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়।
আহবায়ক স্বস্ত্যয়নী ব্রতধারী শিক্ষক সুবীর আচার্য্যের সভাপতিত্বে সদস্য সচিব দ্বিপায়ন সুশীল এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি শৈবাল চক্রবর্তী ও সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল।
এসময় বক্তব্য রাখেন সঞ্জীব সুশীল, যুগ্ম আহবায়ক চন্দন সেন, শিক্ষক সন্তোষ নন্দী, সুভাষ দেব, রুপায়ন সুশীল, শিমুল দাশ, রাখাল শীল, স্বস্ত্যয়নী ব্রতধারী সন্তোষ শীল, মিঠুন দে, দীলিপ কুমার শীল, অজয় দাশ, সুমন দে, টিটু দে, মিলন বিশ্বাস প্রমুখ।
সভায় রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা হতে গুরুভাইয়েরা উপস্থিত ছিলেন।
শেষে সঞ্জীব সুশীলকে সভাপতি, প্রশান্ত চক্রবর্তীকে সাধারণ সম্পাদক ও চন্দন সেনকে অর্থ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট উৎসব উদযাপন পরিষদ গঠন করা হয়।