1. tn24@technewsbd24.com : টিএন২৪বিডি : টিএন২৪বিডি
  2. collegecomputer.mizan@gmail.com : মোঃ মিজানুর রহমান, অভয়নগর (য‌শোর)। : মোঃ মিজানুর রহমান, অভয়নগর (য‌শোর)।
  3. dipayansbf@gmail.com : দ্বিপায়ন সুশীল সহকারী সম্পাদক : দ্বিপায়ন সুশীল সহকারী সম্পাদক
  4. mdibrahim.sobug15@gmail.com : মোঃ ইব্রাহীম সবুজ : মোঃ ইব্রাহীম সবুজ
  5. joyroynil45@gmail.com : জয় রয়, নীলফামারী জেলা প্রতিনিধি : জয় রয়, নীলফামারী জেলা প্রতিনিধি
  6. narailkc@gmail.com : মো: খাইরুল ইসলাম চৌধুরী, : মো: খাইরুল ইসলাম চৌধুরী, সহকারী সম্পাদক
  7. manikroymanik991@gmail.com : মানিক চন্দ্র রয়, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : মানিক চন্দ্র রয়, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  8. colorgraphicspoint@gmail.com : মোঃ মাসুদ রানা, কচুয়া, বাগেরহাট। : মোঃ মাসুদ রানা, কচুয়া, বাগেরহাট।
  9. mdpowerasif@gmail.com : মোঃ হাচিবুর রহমান কালিয়া উপজেলা প্রতিনিধি : মোঃ হাচিবুর রহমান কালিয়া উপজেলা প্রতিনিধি
  10. rahamanabdur697@gmail.com : মোঃ আব্দুর রহমান , বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি : মোঃ আব্দুর রহমান , বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি
  11. abrahimbl14@gmail.com : রহিম শিকদার মুন্সি মানিক মিয়া কলেজ প্রতিনিধি : রহিম শিকদার মুন্সি মানিক মিয়া কলেজ প্রতিনিধি
  12. rabbany238@gmail.com : মোঃ রাকিবুল ইসলাম : মোঃ রাকিবুল ইসলাম
  13. shahrastiecenter@gmail.com : হৃদয় চন্দ্র পাল চাঁদপুর জেলা প্রতিনিধি : হৃদয় চন্দ্র পাল চাঁদপুর জেলা প্রতিনিধি
  14. mdriazuddin503@gmail.com : মোঃ রিয়াজ উদ্দিন : মোঃ রিয়াজ উদ্দিন
  15. rohanrashed603@gmail.com : রোহান রাশেদ : রোহান রাশেদ দৌলতখান, ভোলা।
  16. sctc5323@gmail.com : মোসাঃ সামছুন্নাহার, বিশ্বম্ভপুর, সুনামগঞ্জ। : মোসাঃ সামছুন্নাহার, বিশ্বম্ভপুর, সুনামগঞ্জ।
  17. shamim29f@gmail.com : মোঃ শামীম হোসাইন, পিরোজপুর জেলা প্রতিনিধি : শামীম হোসাইন রিগান পিরোজপুর জেলা প্রতিনিধি
  18. shoukat.hossen@gmail.com : মোঃ শওকত হোসেন নাজিরহাট, ফটিকছড়ি, চট্রগ্রাম। : মোঃ শওকত হোসেন নাজিরহাট, ফটিকছড়ি, চট্রগ্রাম।
  19. admin@technewsbd24.com : TN24 : টিএন বিডি24
  20. uzirpurdigitalpostoffice@gmail.com : প্রদীপ দেবনাথ, উজিরপুর উপজেলা প্রতিনিধি. : প্রদীপ দেবনাথ, উজিরপুর উপজেলা প্রতিনিধি.

নড়াইল পৌরসভার উন্নয়ন কাজে জেলা পরিষদের বাঁধা জেলা প্রশাসকের কাছে পৌর পরিষদের স্মারকলিপি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

নড়াইল পৌরসভার উন্নয়ন কাজে জেলা পরিষদের বাঁধা জেলা প্রশাসকের কাছে পৌর পরিষদের স্মারকলিপি

খন্দকার সাইফুল নড়াইল:
নড়াইল পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজে জেলা পরিষদের বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিকার চেয়ে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে নড়াইল পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ সময় নড়াইল পৌরসভার প্যানেল মেয়র রেজাউল বিশ্বাস, পৌর কাউন্সিলর ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সড়ক দূর্ঘটনায় নড়াইল পৌর মেয়র আজ্ঞুমান আরা অসুস্থ থাকায় তিনি উপস্থিত হতে পারেননি।
নড়াইল পৌরসভা সূত্রে জানা গেছে, ১৯৩৯ সালে তৎকালীন যশোর জেলা বোর্ড EST/JBJ/39/261, Dt-11.5.39 নং পত্রের মাধ্যমে তৎকালীন ইউনিয়ন বোডর্কে (বর্তমানে পৌরসভা) নড়াইল শহরের ৭৪নং মহিষখোলা মৌজার এস.এ ২নং খতিয়ানভূক্ত ‘ক’,‘খ’ ও ‘গ’ তপশিলে বর্ণিত প্রায় ৪ একর ২১শতাংশ জমির মালিকানা প্রদান করে। এরপর থেকে নড়াইল পৌরসভা (তৎকালীন ইউনিয়ন বোর্ড ও বর্তমান পৌরসভা) উক্ত জমির সমস্ত উন্নয়নমূলক কাজ, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জায়গা ও জমি লিজ প্রদান, পৌরসভার একাধিক মার্কেট নির্মাণ এবং বাৎসরিক ইজারা প্রদান করে আসছে। এতে পৌরসভার নির্দিষ্ট আয়ও হচ্ছে। ২০২৩ সাল পর্যন্ত ভূমি অফিসের কর পরিশোধ রয়েছে। ভূমি জরিপ ও আরএস রেকর্ডও পৌরসভার নামে। এরই ধারাবাহিকতায় নড়াইল ইউনিয়ন বোর্ড বর্তমানে নড়াইল পৌরসভা স্বত্ববান হয়ে উক্ত জমিতে বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।
৬ মাস আগে আন্তর্জাতিক দাতা সংস্থা ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে প্রায় ১৮ কোটি টাকায় নড়াইল শহরের কালিদাস ট্যাংক (পুকুর) বিউটিফিকেশন, মৌসুমী সুপার মার্কেট পুণঃনির্মাণ, শহর কাঁচাবাজারের চাঁদনি আধুনিকীকরণ, অত্যাধুনিক কশাইখানা নির্মাণের কাজ শুরু হয়েছে। এছাড়া নড়াইল চৌরাস্তা-শিল্পকলা-জজকোর্ট হয়ে কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণ এবং সৌন্দর্যবর্ধন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়াধীন। কিন্তু, জেলা পরিষদ এসব জায়গার মালিকানা দাবি করে পৌরসভার এসব উন্নয়ন প্রকল্পে বাঁধা প্রদান করছে। সম্প্রতি জেলা পরিষদ আদালতকে ভুল বুঝিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করে পৌরসভার ৪ একর ২১ শতাংশ জমি দাবি করে আইনের আশ্রয় নিয়েছে বলেও স্মারক লিপিতে উল্লেখ রয়েছে। গত ২ নভেম্বর নড়াইল সদর আদালতের বিজ্ঞ বিচারক মোঃ এনামুল হক তপশীলভূক্ত জমিতে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ জারি করেন। ফলে, পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বলেন, পৌরসভা পৌরবাসীর কাংখিত সুবিধা ও সেবা প্রদানের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি জেলা পরিষদ নড়াইল পৌরসভার বিরুদ্ধে তপশিল বর্ণিত জমিতে উন্নয়নমূলক কাজ বন্ধ করতে আদালতে স্থিতিবস্থার মামলা করায় উন্নয়নমূলক নির্মাণ কাজ কাজ বন্ধ হয়ে গেছে। চলমান উন্নয়ন কাজ বন্ধ হলে পৌর নাগরিকদের ভীষণ ক্ষতিসাধন হবে। উন্নয়ন অগ্রযাত্রায় নড়াইলবাসী যেন বঞ্চিত না হয় সেজন্য বাস্তবায়নাধীন উন্নয়ন কাজকে এগিয়ে নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ও জেলা প্রশাসক মহোদয়ের বিশেষ দৃষ্টি ও সহযোগিতা কামনা করেন।

Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
All rights reserved © Tech Business Development Ltd.
Support BY TechITBD
error: Content is protected !!