প্রথম আলো বন্ধুসভার রাঙ্গুনিয়া শাখার একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি#
প্রথম আলো বন্ধুসভার রাঙ্গুনিয়া শাখার একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা বন্ধুসভার সদস্য দ্বিপায়ন সুশীল এর সভাপতিত্বে অদ্য ১৩ ফেব্রুয়ারী রাঙ্গুনিয়া প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার আহবায়ক মোঃ আবু সায়েম, সদস্য সচিব মোঃ আজগর আলী, সদস্য দেবাশীষ মুৎসুদ্দি, তাসলিম রায়হান, মোঃ রায়হান, জাওয়াদ হোসেন সেজান, হাসিব, নাজমুল, রাকিবসহ সদস্যবৃন্দ।
সভায় নতুন সদস্যদের বন্ধুসভায় সদস্য হিসেবে অনুমোদন করা হয় ও ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সোমবার সকাল ৭.৩০ মিনিটের সময় প্রভাত ফেরি করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলী প্রদানের সিদ্ধান্ত হয় এবং বিকাল ২.৩০ মিনিটের সময় পাঠশালা রাঙ্গুনিয়ার বই মেলায় অংশ গ্রহণের সিদ্ধান্ত হয়।