মোঃ খাইরুল ইসলাম চৌধুরীঃ ১১ জানুয়ারি শুক্রবার অপরাহ্ণে নড়াইল জেলার কালিয়া ও নড়াগাতি থানার হত দরিদ্রদের গৃহায়ণ প্রকল্প পরিদর্শন করেন জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল।
থানা পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, পুলিশের ভাবমূর্তি রক্ষায় সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে প্রত্যেক পুলিশ সদস্যকে আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। এ সময় তিনি সকলকে যথাযথভাবে ড্রেসকোড অনুসরণ করা, ফেসবুকে অপ্রাসঙ্গিক লাইক, শেয়ার ও কমেন্ট না করা, টিকটক থেকে বিরত থাকা, মাদক সেবন থেকে দূরে থাকা এবং হেলমেট ও লাইসেন্স ছাড়া মোটরসাইকেল না চালানোর নির্দেশ দেন এবং ব্যক্তিগত ও পারিবারিক কোনো সমস্যা অথবা ছুটি নিয়ে কোনো সমস্যা থাকলে পুলিশ সুপার মহোদয়কে অবগত করার জন্য পরামর্শ দেন।
এ সময় জনাব কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর দপ্তর; জনাব প্রণব কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কালিয়া সার্কেল; জনাব মীর শরিফুল হক, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, জনাব শেখ কনি মিয়া, অফিসার ইনচার্জ, কালিয়া থানা; জনাব সুকান্ত কুমার সাহা, অফিসার ইনচার্জ, নড়াগাতি থানা, জনাব শিমুল কুমার দাস, ওসি, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নড়াইল সহ নড়াগাতি ও কালিয়া থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।