ভোলা লালমোহন কে আর পিছনে তাকাতে হবে না বলছেন ওলামায়ে কেরামগণ

    • আপডেট সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

    এ. এইচ. রিপন ভোলা- জেলা প্রতিনিধিঃ

    ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হানিসার নেতৃত্বে বাংলাদেশ ইতিমধ্যে উন্নয়নশীল রাস্ট্রে পদার্পন করেছে। আগামী ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধশালী ক্ষুদা দারিদ্রমুক্ত একটি জ্ঞান নির্ভর বাংলাদেশে পরিনত হবে। বর্তমানে বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতার জন্য নতুন প্রজন্মকে দক্ষ উন্নত জ্ঞানে সমৃদ্ব করারসহ বিজ্ঞান তথ্য প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে একটি যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মকে আমরা সর্বক্ষেত্রে সৎ যোগ্য দেশপ্রেমিক নাগরিক হিসেবে রেখে যেতে পারি তাহলে জাতীর পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে পারব। তা না হলে আমরা ছিটকে পড়ে যাব। আমরা এখন যে পর্যায়ে এসেছি এর ধারাবাহিকতা রক্ষা করতে হলে আমাদের নতুন প্রজন্মকে উদ্যোগ গ্রহণ করতে হবে। উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং দেশপ্রেমিক প্রজন্ম রেখে যেতে হবে। এজন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের। শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যথাযথ কাজ করতে হবে।
    শনিবার ভোলার লালমোহনে উপজেলা পরিষদের ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি শাওন।
    লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাসুমা বেগম, লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধরণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ বিলাল হোসেন, লালমোহন প্রেসক্লাবের সভাপতি মোঃ রুহুল আমিন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান।

    Share This Post in Your Social Media

    Comments are closed.

    More News Of This Category
    All rights reserved © Tech Business Development Ltd.
    Support BY TechITBD
    error: Content is protected !!