রাঙ্গামাটি প্রতিনিধি
তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রান্তিক পর্যায় পর্যন্ত ডিজিটাল ডাকসেবা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডাক অধিদপ্তর ও রাঙ্গামাটি পোস্টাল বিভাগের আয়োজনে দিনব্যাপী ডমেস্টিক মেইল সফটওয়্যার প্রশিক্ষণ কর্মশালা ও পস মেশিন বিতরণ অনুষ্ঠান অদ্য ১১ ডিসেম্বর শনিবার রাঙ্গামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পোস্টাল বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোঃ মোস্তফা কামাল। খাগড়াছড়ি উপ-বিভাগের পরিদর্শক কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পূর্বাঞ্চল সার্কেলের সম্মানিত পোস্টমাস্টার জেনারেল ড. মোঃ জামাল পাশা।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পূর্বাঞ্চল সার্কেলের সহকারী পোস্টমাস্টার জেনারেল (কর্ম) তাপস চাকমা। স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গামাটি প্রধান ডাকঘরের পোস্টমাস্টার অরুণ বিকাশ চাকমা। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন মোঃ আজিজুল হক, হারুন অর রশিদ, বিজয় চক্রবর্তী। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে মতামত গ্রহণ করেন এবং আধুনিক ডাক সেবার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথিকে বাংলাদেশ ডিজিটাল পোস্ট অফিস উদ্যোক্তা ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিজিটাল পোস্ট অফিস উদ্যোক্তা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি দ্বিপায়ন সুশীল ও রাঙ্গামাটি পোস্টাল বিভাগের সাংগঠনিক সম্পাদক সুইচিং মারমা।