দ্বিপায়ন সুশীল, চট্টগ্রাম#
চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলা ডাকঘরের নব-নির্মিত ভবন উদ্বোধন ও ডাক বিলি ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অদ্য ৫ ডিসেম্বর ২০২১ রবিবার উপজেলা ডাকঘরের হল রুমে উপজেলা পোস্টমাস্টার মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও উদ্যোক্তা সৈকত নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম পূর্বাঞ্চল সার্কেলের পোস্টমাস্টার জেনারেল ড. মোঃ জামাল পাশা।
এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন চট্টগ্রাম পোস্টাল বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ আব্দুল্লাহ। ডাকসেবা শুরু থেকে দীর্ঘ এই পথপরিক্রমা হাজার বছরের বৈশ্বিক বিবর্তনের পথ বেঁয়ে ডিজিটাল প্রযুক্তি যুগে ডাক সেবা আজ প্রবেশ করেছে। সংবাদ আদান-প্রদানে প্রাচীনতম এই মাধ্যমটি সময়ের সঙ্গে খাপ খাইয়ে আজও তার অস্তিত্ব ধরে রেখেছে সগৌরবে।
ডিজিটাল প্রযুক্তির কল্যাণে চিঠি পত্রের চাহিদা কমলেও ডাকসেবার চাহিদা দিন দিন বেড়েই চলছে। তাই তো নিত্য নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ছে। সেই নিত্য নতুন প্রযুক্তির মাধ্যমে জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দিতে কাজ করে চলছে বাংলাদেশ ডাক বিভাগ বলে জানান প্রধান অতিথি। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় উপ-বিভাগের পরিদর্শক জুয়েল দাশসহ সীতাকুণ্ড উপজেলার কর্মরত সকল পর্যায়ের ডাক বিভাগের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ।
প্রশিক্ষণে ডাক বিলি ব্যবস্থাপনার বিশদ বিষয় নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।