চট্টগ্রাম প্রতিনিধি
ডাক অধিদপ্তরের ব্যবস্থাপনায় চট্টগ্রাম পোস্টাল বিভাগের আয়োজনে ডাক বিভাগ আধুনিককরণে দুইদিন ব্যাপী ডোমেস্টিক মেইল সফটওয়্যার প্রশিক্ষণ ও পস মেশিন বিতরণ ২য় দিনের অনুষ্ঠান ৪ ডিসেম্বর শনিবার চট্টগ্রাম জিপিও’র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম পূর্বাঞ্চল সার্কেলের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল মোঃ আমিনুর রহমান এর সভাপতিত্বে রুম্পা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পূর্বাঞ্চল সার্কেলের পোস্টমাস্টার জেনারেল ড. মোঃ জামাল পাশা। বিশেষ অতিথি ছিলেন ডাক অধিদপ্তর এর পরিচালক (কর্মী ও সংস্থাপন) মোঃ আলতাফুর রহমান।
এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম পূর্বাঞ্চল সার্কেলের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (তদন্ত) মোঃ তৈয়ব আলী, চট্টগ্রাম জিপিও’র সিনিয়র পোস্টমাস্টার ড. মোঃ নিজাম উদ্দীন, চট্টগ্রাম পোস্টাল বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ আব্দুল্লাহসহ ডাক বিভাগের উদ্ধর্তন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রশিক্ষণে ডাক বিভাগ আধুনিক করণে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মীদের পস ব্যবহার ও আধুনিক ডাক সেবা চালু বিষয়ে বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হয়।
সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল মোঃ আমিনুর রহমান বলেন ডাক বিভাগ আধুনিক করনে ২দিন বাস্তবধর্মী প্রশিক্ষণ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে আসবে এবং জনগণের দোরগোড়ায় ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ডাক সেবা নিশ্চিত হবে। প্রশিক্ষণে প্রায় ১০০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।