মোঃ খাইরুল ইসলাম চৌধুরীঃ বুধবার ০৬ অক্টোবর দুপুর ১২:৩০ ঘটিকায় লোহাগড়া থানার বিভিন্ন ইউনিয়ন এলাকায় শারদীয় দুর্গা মন্দির পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার), নড়াইল।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব শেখ আবু হেনা মিলন, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব হরিদাশ রায়, পুলিশের অন্যান্য সদস্যসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সেক্রেটারি ও অন্যান্য সদস্যবৃন্দ।
পুলিশ সুপার মহোদয় আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে মন্দির কমিটির সভাপতি-সেক্রেটারি ও অন্যান্য সদস্যদের আইন শৃঙ্খলা, নিরাপত্তা ও বিভিন্ন বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি জেলা পুলিশের পাশাপাশি সেচ্ছাসেবক দলকে ও তৎপর থাকার নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।