এ .এইচ. রিপন ভোলা -জেলা প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত করোনাকালীন প্রণোদনা এসএমই ঋণ বিতরণ করা হয়েছে। ২৪ আগস্ট ২০২১ ইং সকাল ১১ টায় বিআরডিবি লালমোহন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এসএমই ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা এর সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ এম সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিআরডিবি ভোলা জেলার উপ-পরিচালক মোহাম্মদ কামরুজ্জামন সরকার।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নভেল করোনা ভাইরাস পরিস্থিতিতে পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার লক্ষে এই এসএমই ঋণ অনুমোদন করেছেন। পল্লী উদ্যোক্তাদের মধ্যে এই ঋণের সেবামূল্য ফ্ল্যাট রেট পদ্ধতিতে বার্ষিক ৪% হারে প্রযোজ্য হবে। এই ঋণ অবশ্যই ফেরত যোগ্য। যে যে খাতের জন্য এই ঋণ নিচ্ছেন তাকে সেই খাতে টাকা বিনিয়োগ করতে হবে।
বিআরডিবি লালমোহন অফিসের মাধ্যমে ২১ জন পল্লী উদ্যোক্তার মধ্যে মোট ৪৭ লক্ষ ৫০ হাজার টাকা বিতরন করা হবে। তার মধ্যে আজ (২৪ আগস্ট) ১০ জনের মধ্যে ২৫ লক্ষ ৫০ টাকা বিতরন করা হয়েছে। আগামীকাল বাকী টাকা বিতরন করা হবে বলে জানা যায়। ঋণ বিতরণে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সগির আহমেদসহ বিআরডিবি অফিসের কর্মকর্তা কর্মচারীসহ ঋণ গ্রহীতাগন।