রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন উপজেলা পরিচালন এবং উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুচ।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার মহোদয়। আলোচনা শেষে অক্সিজেন সিলিন্ডার, শয্যা সামগ্রী, অটোক্ল্যাব মেশিন, ডেলিভারী সেটসহ ১০ টি আইটেমের চিকিৎসা সামগ্রী হাসপাতালের চিকিৎসকের হাতে তুলে দেন অতিথিরা।