মোঃ খাইরুল ইসলাম চৌধুরীঃ শুক্রবার ১৩ আগস্ট ,২০২১খ্রিঃ তারিখে দুপুর ০২ঃ০০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে এস আই মোঃ নিয়াজ মোর্শেদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কালিয়া থানাধীন যাদবপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ দ্বীন ইসলাম (২৫), পিতাঃ মোহাম্মদ আসাদ শেখ, গ্রামঃ যাদবপুর, থানাঃ কালিয়া জেলাঃ নড়াইল কে গ্রেফতার করে তার নিকট থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
অপরদিকে, মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় কালিয়া থানাধীন জামরিল ডাঙ্গা গ্রাম হইতে যাদবপুর গ্রামের মোহাম্মদ মাহবুব মোল্লা এর ছেলে চঞ্চল মোল্লা(২৫) কে ৩৮০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন!
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইল সদর থানায় হস্তান্তর করেন। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
নড়াইল জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।