এ .এইচ.রিপন ভোলা- জেলা প্রতিনিধি : ভোলার লালমোহনে ১৬ পিস ইয়াবাসহ মো. নিরব (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরভূতা ইউনিয়নের ৬নং হরিগঞ্জ বাজারের দক্ষিণ পাশে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক নিরব ওই এলাকার তারাগঞ্জ গ্রামের মোঃ আলী মাতবরের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই মো. শাহজালাল রাঢ়ী ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ বাজারের দক্ষিণ পাশে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সামনে থেকে নিরব কে আটক করেন। এসময় তার কাছ থেকে ১৬পিস ইয়াবা উদ্ধার করেন।
এদিকে ইয়াবাসহ আটকের ঘটনায় নিরবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।