রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলার লালানগরে হযরত আবু বকর সিদ্দীক(রাঃ)সুন্নিয়া মাদ্রাসা ও হেফজখানা’র নতুন হিফজুল কোরআন বিভাগের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার(১১আগষ্ট)সকালে লালানগর ইউনিয়ন বন্দারাজার পাড়ার হযরত আবু বকর সিদ্দীক(রা.)সুন্নিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি কাজী আতাউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা সাবেক উপাধ্যক্ষ আল্লামা মোজাম্মেল হক আল-কাদেরী, মাদ্রাসার সুপার মাওলানা শহিদুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি বনরূপা কেন্দ্রীয় জামে মসজিদে খতিব হাফেজ মাওলানা সুলতান মাহমুদ, বন্দাজার পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নুর সৈয়দ, সহ-সভাপতি আহমদ জরি, নুরুল করিম, রাঙ্গুনিয়া প্রবাসী গাউছিয়া পরিষদের সহ-সভাপতি মাওলানা ইসকান্দার হোসাইন, মাদ্রাসার সহ-সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মাস্টার, রাঙ্গুনিয়া মডেল ফাউন্ডেশন এর সভাপতি মাস্টার মাহমুদুর রশিদ মাসুদ, বোয়ালখালী গাউছিয়া তৈয়্যবিয়া আজিজিয়া সুন্নিয়া মাদ্রাসার সিনিয়র মুদাররিস
মাওলানা মুহাম্মদ ইদ্রিস আল-কাদেরী, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য শামসুল আলম, সদস্য সাহাব উদ্দিন, মো.ইলিয়াস হায়দার, আবু বকর, মাদ্রাসার শিক্ষক মুহাম্মদ রায়হান উদ্দীন, হাফেজ শাহাদাত হোসাইন,হাফেজ পারভেজ, আব্দুল্লাহ আল সুমন প্রমুখ।