নড়াইল প্রতিনিধি খন্দকার সাইফুলঃ নড়াইলের কালিয়ায় দু’দল গ্রামবাসির সংঘর্ষে অন্তত
৩ জন আহত হয়েছে। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা
হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার নয়া মাউলী গ্রামের ঘটনাস্থল থেকে
পুলিশ বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে। ঘটনাটিতে উপজেলার
নড়াগাতি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার নয়া মাউলী গ্রামের স্থানীয় অধিপত্য বিস্তারকে কেন্দ্র
করে মো. সিকু শেখ ও নাজমুল মোল্যা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে
আসছিল। তারই জের ধরে বৃহস্পতিবার বিকাল ৫ টাার দিকে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে
প্রতিপক্ষের আঘাতে ইজামুল শেখ(২৮) সহ অন্তত ৩ জন আহত হয়। আহত ইজামুলের
অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করাসহ বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনার খবর পেয়ে উপজেলার নড়াগাতি থানার এস আই মো. সাখাওয়াত
হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বিপুল পরিমান
দেশীয় অস্ত্র ঢাল, সড়কি, রামদা, ও বল্লম উদ্ধারসহ ওই গ্রামের আব্দুস সাত্তার মোল্যার
ছেলে উজির মোল্যা (৪৫), মকছেদ শেখের ছেলে মো. টুলু শেখ (৪৩), আব্দুর রউফ শেখের
ছেলে মো. শাহীন শেখ(৩৫) ও আখতারুজ্জামান শেখের ছেলে মো. শিহাব শেখকে (২৮)
আটক করে।
সংঘর্ষ ও অস্ত্র উদ্ধারের ঘটনায় শুক্রবার সকালে উপজেলার নড়াগাতি থানায় আহত
ইজামুলের ভাই উজির মোল্যা ৯ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
উপজেলার নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেছেন, আটকৃতদেরকে
মামলায় গ্রেপ্তার করে শুক্রবার সকালে নড়াইল আদালতে পাঠানো হয়েছে। এলাকার
পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।