জেলা প্রতিনিধি, মোঃ নাঈম ইসলামঃ দিনাজপুরের ঘোড়াঘাটে বুলু মিয়া (৬৪) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে গ্রামবাসী। তিনি পালশা ইউপির ভেকশী গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে এবং গ্রাম পুলিশের সাবেক সদস্য।
গত রবিবার (২৫ জুলাই) সকালের দিকে নিজ বাড়ির আমগাছে ঝুলন্ত অবস্থায় বুলু মিয়াকে দেখতে পেয়ে গ্রামবাসী তার মরাদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজিব।
পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধান বলেন যে, বুলু দীর্ঘদিন থেকে শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। শারীরিক সমস্যার কারণে গ্রাম পুলিশের চাকরিও স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিলেন তিনি। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ‘মরদেহ ময়না তদন্তের জন্য আমরা হেফাজতে নিয়েছি। তার পরিবারের সদস্যরা বলছে তিনি আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত শেষে বোঝা যাবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা। আমরা অপমৃত্যুর একটি মামলা করেছি। ময়না তদন্তের জন্য মরাদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’