মোঃ খাইরুল ইসলাম চৌধুরীঃ নড়াইলের সদর থানার বিল ডুমুরতলা গ্রামে অভিযান চালিয়ে মোঃ জাহাঙ্গীর আলম (৫০) ও মোঃ আরাফাত (২০) নামে দুই মাদক কারবারীকে ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ২১ জুলাই (বুধবার) বিকেলে তাদের আটক করা হয়। আটকটকৃত জাহাঙ্গীর ওই গ্রামের মৃত মোসা জমাদ্দারের ছেলে এবং আরাফাত সদর থানার হাড়িগাড়া গ্রামের মাহাবুর মন্ডলের ছেলে।
গোয়েন্দা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই দেবব্রত চিন্তাপাত্রের নেতৃত্বে এএসআই আলম হোসেন ও এএসআই আলী হোসেন সমন্বয়ে গঠিত ডিবি পুলিশের একটি চৌকশ দল সদর থানার বিল ডুমুরতলা এলাকায় অভিযান পরিচালনা করে জাহাঙ্গীর ও আরাফাতকে ৩০০ পিচ ইয়াবাসহ আটক কর।
এ বিষয়ে এসআই দেবব্রত চিন্তাপাত্র বলেন, আটকপুর্বক আসামীদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।