মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ রাঙ্গুনিয়া উপজেলা শীল কল্যাণ সমিতির পক্ষ থেকে উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার গরিব ও অসহায় শীল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সমিতির নেতৃবৃন্দরা।
সোমবার(১৯জুলাই)সকালে উপজেলা শীল কল্যাণ সমিতির খাদ্য সহায়তা পোমরা ইউনিয়নের শান্তিরহাটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও আমাদের গ্রাম কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক দ্বিপায়ন সুশীল। পরে রোয়াজারহাট, চন্দ্রঘোনা, মজুমদারখীল, শান্তিনিকেতন, মোগলেরহাট, ধামাইরহাট, রাজারহাট, পারুয়া, সরফভাটা, শিলক, কোদালা, পদুয়া সহ মোট ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা গরিব ও অসহায় শীল পরিবারের মাঝে তাঁদের বাড়ি গিয়ে সংগঠনের নেতৃবৃন্দরা এখাদ্য সহায়তা পৌঁছে দেন।
এ-সময় উপস্থিত ছিলেন ত্রান কমিটির আহবায়ক ও সমিতির যুগ্ম সম্পাদক সুভাষ শীল, যুগ্ম আহবায়ক দীলিপ কুমার শীল, সমীর শীল, চন্দন শীল, স্বপন শীল, সাবেক যুগ্ম সম্পাদক সুধীর শীল, সদস্য জিৎ শর্মা, অনুপম সেন, কদমতলী গ্রাম প্রতিনিধি নেপাল শীল, প্রবাসী বিকাশ শীল, কানুরখীল গ্রামের গ্রাম প্রতিনিধি কাঞ্চন শীল, পারুয়া গ্রাম প্রতিনিধি সুজিত শীল, শিলক ইউনিয়নের সাবেক গ্রাম প্রতিনিধি বিধু শীলসহ বিভিন্ন ইউনিয়নের গ্রাম প্রতিনিধি ও সদস্যবৃন্দ।
ত্রাণ পাওয়া এক শীল পরিবারের সদস্য বলেন, করোনার এই মহামারীতে আমাদের উপার্জনের পথ বন্ধ হয়ে গরে বসে আছি ঠিক সেই সময় উপজেলা শীল কল্যাণ সমিতির পক্ষ থেকে যে আজ আমাদেরকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন তা আমাদের জন্য খুবই উপকার হয়েছে। তাদের এই উদ্যোগটি খুবই প্রশংসনীয়।
সংগঠনের সাধারণ সম্পাদক দ্বিপায়ন সুশীল বলেন, আমাদের সমিতি ১৯৭৮সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই প্রথম উপজেলা শীল কল্যাণ সমিতির পক্ষ থেকে সংগঠনের নেতৃবৃন্দ ও দেশ প্রবাসের আর্থিক সহায়তায় ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে বসবাসরত করোনার মহামারীতে ঘরবন্দী গরিব ও সহায়তা শীল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছি। আমাদের এই সহায়তা ভবিষ্যতে অব্যাহত থাকবে।