কাহারোল উপজেলা প্রদিনিধি।
৭ জুলাই রোজ বুধবার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির নির্দেশনা ও সহযোগিতায় দিনাজপুর সদর হাসপাতালের সামনে জেলা যুবলীগের উদ্যোগে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার দেয়া হয় এছাড়াও সব ধরনের রোগীদের জন্য বিনামুল্যে জরুরী ঔষধ ও মাস্ক বিতরন করেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন শহর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ সোহরাব হোসেনসহ জেলা যুবলীগের নেতাকর্মীরা।
জেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বলেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি জনগনের বিপদের সময় নিজেকে জনগনের পাশে রেখেছে সবসময়। তেমনি করোনার এই কঠিন মুহুর্তেও তিনি জনগনের পাশে সবসময় ছিল এবং থাকবে।
তিনি আরও বলেন এসব জরুরী ঔষধ দিয়ে করোনা রোগীসহ বিভিন্ন রোগীদের অনেকটা কষ্টই দুর হবে বলে আশা করছি। যে কোন দুর্যোগেই ইকবালুর রহিমের নেতৃত্বে দিনাজপুরের যুবলীগ সর্বদা জনগনের পাশে থেকে কাজ করে গেছে এবং সবসময় কাজ করে যাবে।