রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
রাঙ্গুনিয়া সাংসদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র বিশেষ বরাদ্দ (কাবিকা) হতে জনগণের দুর্ভোগ এড়াতে সরফভাটা আশ্রয়ন সড়কটি এলাকার এইচ বি বি দ্বারা উন্নয়ন উন্নয়ন করা হচ্ছে। রোববার(২৭জুন)বিকেলে কাজের অগ্রগতির বিভিন্ন দিক পরিদর্শন করেন সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। পরিদর্শন শেষে তিনি বলেন, আশ্রয়ন এলাকার জনগন দীর্ঘদিন হাটু পরিমাণ কাঁদা পানিতে যাতায়াত করত।
জনগনের এই কষ্ট দূর করতে মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এম পি বরাদ্দ প্রদান করায় সরফভাটা সর্বস্তরের জনগনের পক্ষ থেকে কৃতঙ্গতা প্রকাশ করছি। সরফভাটার বিভিন্ন সড়ক তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নির্দেশে উন্নয়ন করা হয়েছে। স্থানীয় এক বৃদ্ধা বলেন, বর্তমান সরকারের আমলেই আমরা এই উন্নয়নের ছোঁয়া পেয়েছি আমার বয়সে সরফভাটা সহ রাঙ্গুনিয়া এতো উন্নত হবে কখনো কল্পনাও করিনি তাই আমরা আধুনিক রাঙ্গুনিয়ার রূপকার তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডঃ হাসান মাহমুদ এমপি কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি।