এ .এইচ. রিপন ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে এক মুসলিম পরিবারের এক সন্তানের জননীর সাথে দেখা করতে গিয়ে আপত্তিকর অবস্থায় এলাকা বাসীর হাতে এক হিন্দু যুবক আটক হওয়ার ঘটনা ঘটেছে । স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার লডহাডিঞ্জ ইউনিয়নের বাদল মাস্টারের ছেলে রাহুল চন্দ্র হালদার(২৬)এক মুসলিম পরিবারের ১ সন্তানের জননীর সাথে পরকিয়া প্রেমের সম্পর্কের জের ধরে গভীর রাতে পার্শ্ববর্তী রমাগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে পরকিয়া প্রেমিকার বাবার বাড়ীতে আপত্তিকর অবস্থায় এলাকাবাসী হাতে আটক হয়।
সরেজমিন সূত্রে জানাযায়, আটককৃত লম্পট রাহুল চন্দ্র হালদার দীর্ঘ দিন ধরে ওই মুসলিম পরিবারের এক সন্তানের জননীর সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে আসছেন। নাম প্রকাশে অনিচ্ছা সর্তে একাধিক ব্যক্তি জানান রাহুল চন্দ্রের চরিত্র ভালো নয় । এই ব্যাপারে জানতে চাইলে রাহুল চন্দ্র বলেন আমার সাথে এর বন্ধুর্তের সম্পর্ক রয়েছে তাই আমি এসেছি। বাড়িতে রাত ১২ টায় কেন এসেছ জানতে চাইলে কোন উত্তর দেননি। এলাকাবাসীর হাতে হিন্দু যুবক আটক হওয়ায় ওই এলাকায় জনমনে তোলপাড় সৃষ্টি হয়েছে। এধিকে হিন্দু যুবক রাহুর চন্দ্র হাওলাদার কে এলাকাবাসী আটক করে রাতেই থানা পুলিশে কাছে সোপর্দ করেন।
রাহুল চন্দ্র বর্তমানে পটুয়াখালী এলজি ইডিতে কর্মরত রযেছেন বলে জানা যায়।