পিরোজপুর জেলা ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়ন কলারন গ্রামে মসজিদ কমিটির মধ্য মসজিদের পাকা টয়লেট স্থাপন করা নিয়ে মুসুল্লিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন জন আহত হয়েছেন। আজ শুক্রবার দক্ষিন কলারন দারুল ফালাহ জামে মসজিদে জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। আহত মোঃ আবুল কালাম (৫০), পিতাঃ সামছুল হক, মোঃ মিজানুর রহমান(৪৮),পিতাঃ মৃত আনসার বেপারী, মেজবা (২২) পিতাঃ মাও আঃ হাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ এর পাকা টয়লেট স্থাপন নিয়ে কথা কাটাকাটি এক পর্যায় মাও আঃ হাই তিন ছেলে মোঃ রিয়াজ, মোঃ মোস্তাহাসান ও মেজবা মুসুল্লিদের উপর মারমুখি অবস্থায় হামলা শুরু করে। এবং এক পর্যায় মোঃ আবুল কালাম ও মেজবা সংঘর্ষের মাথা ফেটে যায়। ইন্দুরকানী থানার (ওসি) হুময়ন কবির জানান, ঘটনাটি শুনসি মৌখিক ভাবে অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।