রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগশিক) কতৃর্ক পরিচালিত রাঙ্গুনিয়ার ৮নং সরফভাটা শ্রী শ্রী সৎসঙ্গ গীতাবিদ্যা নিকেতনে গীতা স্কুল উদ্বোধন ও আলোচনা সভা আজ (২৮ মে) শুক্রবার মাস্টার সন্তোষ নাথের সভাপতিত্বে ও উৎপল নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা জ্যােতিশ্বরানন্দ রক্ষা কালি মন্দিরের অধ্যক্ষ গুরু কৃপানন্দ মহারাজ এবং প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাংগুনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ডাঃ রূপন কান্তি শীল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিৎ শর্মা, দপ্তর সম্পাদক ছোটন কান্তি দে অনিক, কার্যকরি সদস্য অনুজিৎ দে ও ১নং রাজানগর ইউনিয়ন পুজা পরিষদের সাধারণ সম্পাদক সাবলু সাহা, ৩ নং স্বনির্ভর রাংগুনিয়া ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি শিপন সাহা ও সাধারণ সম্পাদক সুমন কুমার দে প্রমুখ।