মোঃ আব্দুল হাকিম, প্রতিনিধি রংপুর।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নিবাহী সংসদের নির্দেশে এবং রংপুর জেলা ছাত্রলীগ ও রংপুর- ২ (বদরগঞ্জ, তারাগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী (ডিউক) এর নির্দেশে বদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের দীর্ঘ দিনের সহযোদ্ধা সাবেক বদরগঞ্জ ডিগ্রী কলেজের ও বদরগঞ্জ উপজেলা ছাত্রলীগ ধৈয্যশীল, পরিশ্রমী উদার মনের উদীয়মান ছাত্রনেতা মোস্তাফিজার রহমান আপন এর নেতৃত্বে ০৭/০৫/২০২১ ইং তারিখ রোজ শুক্রবার সকাল ০৮ থেকে বদরগঞ্জ উপজেলার ১০নং মধুপুর ইউনিয়নের আরিফুল ইসলামের ৪৬ শতক জমির ধান কাটায় ও মাড়ই করে ঘরে তোলে দেয়।
গরীব কৃষক আরিফুল ইসলাম টেক নিউজ বিডি ২৪ কলমকে বলেন, টাকার অভাব, শ্রমিক সংকট আবহাওয়া খুব খারাপ ধান নিয়ে খুব চিন্তায় ছিলাম বাংলাদেশ ছাত্র সংগঠন ছাত্রলীগ বদরগঞ্জ উপজেলা, কলেজ, ও পৌরশাখা ছাত্রলীগের নেতাকর্মী ভাইয়েরা রোজা থেকে আমার জমি থেকে ধান কেটে মাড়াই করে গোলায় ভরে দেন। এজন্য সবাইকে ধন্যবাদ। সেই সময় উপস্থিত ছিলেল ছাত্রনেতা মোঃ আব্দুল হাকিম, লালন, রাজেন, শান্ত, প্রান্ত, বেলাল, দুলু, ফারহান তানভীর, মেঘ, সোহেল, রনি, আজম, মারুফ, রোমান, আপন, খোকন, সুবাস, মাসুম, রাফি, ও অনান্য নেতারা