প্রদীপ দেবনাথ, উজিরপুর উপজেলা প্রতিনিধিঃ
MICROCREDIT REGULATORY AUTHORITY কর্তৃক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এনজিওগুলি কিস্তি আদায় বন্ধ করছেনা। সাধারণ জনগনকে কিস্তির জন্য প্রচন্ড চাপ সৃষ্টি করছে। উজিরপুর উপজেলা শাখার TMSS এনজিওকে এক নারী সদস্য করোনা কালীন সময়েও কিছু কিছু কিস্তির টাকা পরিশোধের পরেও সম্পূর্ণ টাকা পরিশোধের জন্য লিগ্যাল নোটিশ দেয়। তাদের কাছে নারী সদস্য সময় প্রার্থনা করার পরেও মামলা করার ও নারী সদস্যকে আদালতে হাজির করে মানহানি করার হুমকি প্রদান করেন। যেখানে দেশের এই চরম অবস্থা, মানুষ না খেয়ে দিনযাপন করে সেখানে বিভিন্ন এনজিও কিস্তি আদায়ের জন্য টিএমএসএস, গ্রামীন ব্যাংক, আশা, ব্র্যাক, গ্রামীন ট্রাষ্টসহ বিভিন্ন ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ও মাল্টিপারপাস ঋণদাতা প্রতিষ্ঠান কিস্তির টাকা আদায়ের জন্য সদস্যদের প্রচন্ড চাপ সৃষ্টিসহ দাঙ্গা-হাঙ্গামা করিতেছে। যেখানে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি গত ৩১ ডিসেম্বর ২০২০ইং তারিখ পর্যন্ত ঋণের শ্রেণিকরনে বিধিনিষেধ জারী করেছেন। সেখানে এনজিওগুলি কিভাবে কিস্তি আদায় করছেন।