রংপুর (বদরগঞ্জ) ,প্রতিনিধি,মোঃ আব্দুল হাকিমঃ রংপুরের বদরগঞ্জ সাহাপুর মাস্টারপাড়া “আল-জামিয়াতুল হাকিমীয়া দারুল উলুম ও এতিমখানা মাদ্রাসায় ” হাফেজ হলেন মোশারফ হোসেন নামের এক শিশু।জানা যায় শিশু ছেলেটির বাড়ি কুড়িগ্রাম জেলায়।
শিশু ছেলেটা কে গত ২ বছর আগে হাফেজ মান্নান সাহেব নিয়ে আসেন। রংপুর-২ (বদরগঞ্জ তারাগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক এম’পি মহোদয়ের সহধর্মিনী“ সুরভী চৌধুরীর ”কাছে।সুরভী চৌধুরী শিশু ছেলেটিকে“ সাহাপুর মাস্টারপাড়া আল-জামিয়াতুল হাকিমীয়া দারুল উলুম ও এতিমখানা মাদ্রাসায় ভর্তি করায় এবং তার সমস্ত খরচ বহন করে আর সেই মোশারফ হোসেন শিশু ছেলেটি আজ কোরআনের হাফেজ হলেন।
কোরআনে হাফেজ মোশারফ হোসেন বলেন,আমি সংসদ সদস্য জনাব আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক এম’পি মহোদয়ের সহধর্মিনী“ সুরভী চৌধুরী” কে ধন্যবাদ জানাই ওনার সাহায্যের কারনেই আমি আজ কোরআনে হাফেজ হয়েছি।ওনি(সুরভী চৌধুরী ) সাহায্য না করলে আমি আজ হাফেজ হতে পারতাম না।আমার কি হত আমি জানি না।আমি আল্লার কাছে সবসময় দোয়া করব আল্লাহ্ যেন ওনাকে এবং ওনার পরিবারকে এভাবে আমরা এতিমদের পাশে দারানোর তৌফিক দানকরেন ।আল্লাহ্ যেন তাদের সুস্থ ও হেফাজত রাখেন।
মোশারফ হোসেন আরো বলেন, হাফেজ হওয়ার কারনে আমার সহপাঠীরা আমার কাছে মিষ্টি খাওয়া আবদার করে। কিন্তু আমার তো তাদেরকে মিষ্টি খাওয়ানোর সার্মথ্য নাই ।তাই সংসদ সদস্য জনাব আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক এম’পি মহোদয়ের সহধর্মিনী“ সুরভী চৌধুরী” কে আবগত করলে তিনি(সুরভী চৌধুরী ) নিজ অর্থে সবাইকে মিষ্টি খাওয়ার ব্যবস্থা করে দেন।পরে উক্ত মাদ্রাসায় দোয়ার মিলাদের মাধ্যমে মিষ্টি বিতরন করা হয়।
জানা যায় সুরভী চৌধুরী ওই এতিমখানা মাদ্রাসায় আরও দু- তিন জন কে ভর্তি করিয়েছেন।তাদের সকল খরচ তিান বহন করেন। তারা এখনো সেখানে পড়াশোনা করছেন। আমরা সবাই এমপি মহোদয়ের সহধর্মিনী সুরভী চৌধুরীর জন অনেক দোয়া ও আশীর্বাদ করবো তিনি যেন এরকম আরো ভালো ভালো কাজ করতে পারেন । এরকম পরোপকারী, নিরহংকারী, বিনয়ী, মিষ্টভাষী ব্যবহার, সরল-সোজা মনভাব আমাদের পথ চলতে অনুপ্রাণিতকরে।
আল্লাহ আপনাকে সর্বদাই সুস্থ ও ভালো রাখুক।