মোঃ আব্দুল হাকিম,প্রতিনিধি,রংপুর(বদরগঞ্জঃ গত কাল ১২/০২/২০২১ ইং শুক্রবার রংপুরের বদরগঞ্জ উপজেলার ১৫ নং লোহানীপাড়া ইউনিয়নের উত্তর মাদাই খামার এলাকার আব্দুল আজিত মিয়ার বাড়িতে আগুন লেগে বাড়িঘর পুড়িয়ে যায়।ঘটনা স্থলে বদরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।
ফায়ার সার্ভিসের কর্মী “টেক নিউজ বিডি২৪ ডট কমকে” বলেন বাড়িটি পুরে গেছে, প্রায় ৫০,০০০ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
বাড়িতে আগুন লাগার কারন জানা যায় বৈদ্যুতিক সর্ট সার্ক্টিট থেকে।তবে অন্য কোন পরিবারের ঘর বাড়ি ক্ষয়ক্ষতি হয়নি এবং কোন
মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
লোহানীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ডলু শাহ্ সঙ্গে কথা বললে তিনি সেই বাড়িতে আর্থিক সহযোগিতা করতে চেয়েছেন।