মোঃ আব্দুল হাকিম, রংপুর, বদরগঞ্জ উপজেলার কুতুব সর্দার পাড়ার মা দুলালী বেগমের মেয়ে ও মিঠাপুকুরের মৌলভীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী সুরাইয়া খাতুনের চোখের চিকিৎসায় এগিয়ে এসেছেন রংপুর-২(বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক এর সহধর্মীনি মিসেস সুরভী
চৌধুরী। তিনি ব্যক্তিগতভাবে সুরাইয়ার চিকিৎসায় ঢাকা থেকে নগদ অর্থ প্রেরণ করেন।
মঙ্গলবার বিকেলে সেই অর্থ চক্ষুরোগে আক্রান্ত সুরাইয়ার হাতে তুলে দেন ছাত্রলীগ নেতা নাফিউল ইবনে সরকার মিম। এসময় তার সাথে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিয়ার রহমান ও সুমাইয়ার মা দুলালী বেগম। এসময় মিম বলেন, সুরাইয়ার চোখের আলো নিভে যাচ্ছে পতাকা২৪.কম এর এমন খবর পড়ে তাৎক্ষণিকভাবে ওই অর্থ
সুরভী চৌধুরী ঢাকা থেকে পাঠিয়ে দেন। ব্যয়বহুল চিকিৎসায় এটা খুবই সামান্য। তারপরও ওই অর্থ দিয়ে বোঝানো হল সুরাইয়ার পাশে সাংসদপত্নীসহ সাংসদ নিজেই আছেন।