মো: হাসিবুর রহমান [কালিয়া উপজেলা প্রতিনিধি]
নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে একটি হত্যার ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করায় প্রান দিতে হল ৪ বছরের শিশু সিফায়েতকে।
বুধবার (০২-১২-২০) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশু সিফায়েত উপজেলার কলাবাড়িয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।
নিহতের পরিবারের সদ্যস্যরা অভিযোগ করে বলেন, গত ১০ নভেম্বর আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ঐ গ্রামের ছবর গ্রুপের রায়হান ফকির নামে এক যুবক খুন হয় । এ ঘটনায় ঐ দিন রাতেই বাড়িঘর ভাংচুর,লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, এ সময় ছবর ফকির গ্রুপের লোকজন প্রতিপক্ষ রবিউল ইসলামের বাড়িতে ভাংচুর চালাতে গেলে পরিবারের সদস্যরা বাধা দেয়। এসময় শিশু সিফায়েতকে জিম্মি করে গলায় অস্ত্র ধরে : পরিবারের মালামাল লুট করে। এ সময় শিশু সিফায়েত ভয়ে অসুস্থ হয়ে পড়ে এবং চিকিৎসাধীন অবস্থায় গতকাল ০২-১২-২০২০ সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেন,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।