মো: হাসিবুর রহমান,উপজেলা প্রতিনিধি
আধিপত্যকে বিস্তার করে গত মঙ্গলবার (১০নভেম্বর) নড়াইলের কলাবাড়িয়া গ্রামে রায়হান ফকির রানা নামে এক যুবক নিহতের জেরে প্রতিপক্ষ লোকজনের বাড়িঘরে ব্যাপক লুটপাট, ভাংচুর ও পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটছে। মঙ্গলবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার দিবাগত রাত পর্যন্ত কলাবাড়িয়া, মুলখানা গ্রামে প্রতিপক্ষের ২৩/২৫টি বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এর ফলে এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ,এ হত্যা, হামলাসহ চলমান সহিংসতায় এ পর্যন্ত ১৪জনকে আটক করেছে।
ভুক্তভোগী এলাকাবাসীরা জানায়, এলাকায় অনেক দিন ধরে অধিপত্য নিয়ে ছবর ফকির ও মান্নান সিকদার পক্ষের মধ্যে দ্বন্দ্বে, মঙ্গলবার ছবরের পক্ষের রায়হান ফকির খুন হয়। এর জেরে ছবর পক্ষের লোকজন মান্নান পক্ষের বাড়িঘরে চড়াও হয়ে ব্যাপক ভাংচুর, লুটপাট চালানো ছাড়াও আগুন ধরিয়ে দেয়। এতে ২৫টি পরিবারের বসতিঘর, গোয়াল, রান্নাঘরসহ অন্তত ৩৭টি ঘরবাড়ি স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। এই নারকীয় হামলায় সাজানো গোছানো সংসার ধ্বংসস্তুুপে পরিনত হয়েছে। বাড়ি বাড়ি হানা দিয়ে সহায় সম্বল লুটে নেয়া হচ্ছে। এ অবস্থায় মানুষ চরম আতঙ্ক উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। ভুক্তভোগীরা তাদের বাড়িঘরে এই বর্বর হামলা ও অগ্নিসংযোগের বিচার দাবি করছেন। পুলিশ সূত্র বলছে, নানা প্রতিকুলতার মাঝেও পরিস্থিতি নিয়ন্ত্রনে তারা সচেষ্ট রয়েছেন। এখন পর্যন্ত হত্যা বা লুটপাটের কোন মামলা দায়ের হয় নাই।