পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলা শহরের লক্ষিপুরা মহল্লায় মঙ্গলবার সকালে এক কলেজ ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ সোহেল মুন্সি (২৬) নামের এক বখাটে ও ভুক্তভোগীর খালা ফিরোজা বেগমকে গ্রেফতার করেছে। সোহেল মুন্সী লক্ষিপুরা মহল্লার অবসরপ্রাপ্ত সেনা সদস্য মফিজুর রহমান ফিরোজ মুন্সীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী কলেজে ভর্তির সময় রেখে যাওয়া সার্টিফিকেট নিতে তার দূর-সম্পর্কের খালা ফিরোজা বেগমের ভাড়া বাসায় যায়। মঙ্গলবার সকালে বখাটে সোহেল মুন্সি দরজা নক করে ভেতরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় চিৎকার শুনে প্রতিবেশী শ্রমিকরা ছুটে এসে ছাত্রীকে রক্ষা করে। ঘটনার সময় তার খালা ফিরোজা বেগম এতে বাধা দেয়নি। ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মাকসুদুর রহমান জানান, এই ঘটনায় কলেজ ছাত্রী বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।