মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের নড়াগাতী থানার ময়নাপাড়া খেয়া ঘাটে জ্বালনোট কারবারি চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ এবং একজন পালিয়ে গেছে বলে জানা গেছে। আটককৃত সদস্য লোহাগড়া থানার বড়দিয়া গ্রামের নওশের মোল্যার ছেলে সাকিব ও মৃত সোয়েব মোল্যার ছেলে জসিম পলাতক রয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, ১ লা অক্টোবর (বৃহস্পতিবার) রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা খাতুনের নির্দেশনায় এস, আই আল-আমীন এর নেতৃত্বে একটি চৌকশ পুলিশ দল ময়নাপাড়া খেয়া ঘাটে অভিযান চালিয়ে মানিক ভ্যারাইটিজ ষ্টোর এর সামনে থেকে সাকিব মোল্যাকে এক হাজার টাকার ১৪ পিচ জ্বালনোটসহ আটক করে এবং তার সঙ্গী জসিম মোল্যা পালিয়ে যায়। এ ব্যাপারে এস আই আল-আমীন বাদি হয়ে নড়াগাতী থানায় মামলা দায়ের করেছেন।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওছি) রোকসানা খাতুন বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং পলাতক আসামীকে আটকের জোর তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া জ্বালনোট কারবারী চক্রের সাথে কারা কারা জড়িত আছে সে ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে।