এম মিজানুর রহমান লিটন, যশোর প্রতিনিধি; মণিরামপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৩নং সদর (মণিরামপুর) ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বাবুলাল চৌধুরী তার কর্মী সমার্থকদের সাথে নিয়ে প্রতিদিন নিজ ওয়ার্ডে পথসভা, মতবিনিময়, আলোচনা সভা ও গণসংযোগ অব্যাহত রেখেছে চলেছেন। গণসংযোগ ও মতবিনিময় সভার অংশ হিসেবে শুক্রবার রাতে তিনি তার বন্ধু মহলের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। পৌর শহরের দক্ষিন মাথায় তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে সম্ভব্য চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত মণিরামপুর পৌরসভা নির্বাচনে ৩নং সদর (মণিরামপুর) ওয়ার্ড থেকে নির্বাচনে প্রার্থী হবার ইচ্ছা ব্যক্ত করে উপস্থিত সকল বন্ধুমহলের কাছে নির্বাচনে জয়লাভ করার ব্যাপারে তার পক্ষে সার্বিক সহযোগিতা কামনা করেন। পৌরশহর ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত তার বন্ধু মহল তাকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এ সময় তার বন্ধুমহলের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাহমুদুল ইমরান বাবুল, মণিরামপুর পাবলিক লাইব্রেরির সম্পাদক ও মণিরামপুর প্রেসক্লাবের সহসভাপতি প্রভাষক নূরুল হক, ব্যবসায়ী আব্দুল হাই, সাবেক বিজিবি কর্মকর্তা আব্দুল্লাহ, ব্যবসায়ী আবু জাফর মুহাম্মদ কাউয়ুম সিদ্দিকী, রাজু আহম্মেদ, মশিয়ার রহমান, মাতলুবুর রহমান বাবলু প্রমূখ।