মোঃ খাইরুল ইসলাম চৌধুরী,জেলা প্রতিনিধি (নড়াইল):
নড়াইলের নড়াগাতী থানার অফিসার ইনচার্জ ওসি মোসাঃ রোকসানা খাতুনের নির্দেশনায় এসআই আল- আমিন ও এস আই নুরুজ্জামান এর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়েছে।
২৫ আগস্ট মঙ্গলবার দুপুর ১:৩০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বড়দিয়া চৌরাস্তায় ইব্রাহীমের ফলের দোকানের সামনে থেকে মুস্তাক মোল্যা (২৬) কে ২০ পিচ ইয়াবাসহ এবং একই সময়ে বড়দিয়া খেয়াঘাট একালায় নিজ বাড়ী থেকে মো রফিকুল ইসলামকে ১০ পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা লেহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের হাবিবর মোল্যা ও রজ্জাক দর্জির ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ পুলেশের চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছে। আটককৃত আসামীদ্বয় মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন এদের উপর নজর রাখছে প্রশাসন। মঙ্গলবার দুপুরে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
এ বিষয়ে নড়াগাতী থানা অফিসার ইনচার্জ রোকসানা খাতুন জানান, আটককৃত আসামীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।