রোহান রাশেদ, দৌলতখান প্রতিনিধি।
ভোলা জেলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা, 3নং ওয়ার্ডের ভোলার ব্যাপারী বাড়ীর মৃতঃ মোঃ নুর-আলম এর ছোট ছেলে, মোঃ আসিফ (11) দিদারউল্যাহ গ্রামের দিঘীর পাড় আসিফের নানুর ঘড়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। মৃত আসিফ কলাকোপা আলিম মাদ্রাসার চতুথ শ্রেণীর ছাত্র। মৃত আসিফের মা বিলকিছ বেগম মানুষিক ভাবে অসুস্থ। ঘটনা স্থলেগিয়ে জানা যায় মৃত আসিফের নানু বিবি হাজেরা (65) আজ সকালে ভিক্ষার জন্য বের হলে।মৃত আসিফ তার সাথে সাথে সাথে বের হয়ে যায়। পড়ে তাদের বাসা থেকে তার নানুর ঘড়ের চাবি নিয়ে ঐ ঘরের ভিতরের দরজার সাথে লুঙ্গি পেচিয়ে গলায় লাগিয়ে আত্মহত্যা করে।মৃত আসিফের নানু বিবি হাজেরা (65) আনুমানিক দুপুর 01:10 ঘটিকায় এসে ঘরের নিচ দিয়ে তাকিয়ে দেখে তার নাতি আসিফের লাশ বসত ঘড়ের দরজার আরার সাথে লুঙ্গি বেদে গলায় ফাশ দিয়ে আত্মহত্যা করে। এমন অবস্থায় বিবি হাজেরা গড়ের টিন ভেঙ্গে ঘড়ের ভিতরে গিয়ে মৃত আসিফের লাশ নিচে নামিয়ে রাখে, তার পর পল্লি ডাক্তার তাকে দেখে মৃত শনাক্ত করে। তবে আত্মহত্যার কোন কারন খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসার পর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।