1. tn24@technewsbd24.com : টিএন২৪বিডি : টিএন২৪বিডি
  2. collegecomputer.mizan@gmail.com : মোঃ মিজানুর রহমান, অভয়নগর (য‌শোর)। : মোঃ মিজানুর রহমান, অভয়নগর (য‌শোর)।
  3. dipayansbf@gmail.com : দ্বিপায়ন সুশীল সহকারী সম্পাদক : দ্বিপায়ন সুশীল সহকারী সম্পাদক
  4. mdibrahim.sobug15@gmail.com : মোঃ ইব্রাহীম সবুজ : মোঃ ইব্রাহীম সবুজ
  5. joyroynil45@gmail.com : জয় রয়, নীলফামারী জেলা প্রতিনিধি : জয় রয়, নীলফামারী জেলা প্রতিনিধি
  6. narailkc@gmail.com : মো: খাইরুল ইসলাম চৌধুরী, : মো: খাইরুল ইসলাম চৌধুরী, সহকারী সম্পাদক
  7. manikroymanik991@gmail.com : মানিক চন্দ্র রয়, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : মানিক চন্দ্র রয়, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  8. colorgraphicspoint@gmail.com : মোঃ মাসুদ রানা, কচুয়া, বাগেরহাট। : মোঃ মাসুদ রানা, কচুয়া, বাগেরহাট।
  9. mdpowerasif@gmail.com : মোঃ হাচিবুর রহমান কালিয়া উপজেলা প্রতিনিধি : মোঃ হাচিবুর রহমান কালিয়া উপজেলা প্রতিনিধি
  10. rahamanabdur697@gmail.com : মোঃ আব্দুর রহমান , বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি : মোঃ আব্দুর রহমান , বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি
  11. abrahimbl14@gmail.com : রহিম শিকদার মুন্সি মানিক মিয়া কলেজ প্রতিনিধি : রহিম শিকদার মুন্সি মানিক মিয়া কলেজ প্রতিনিধি
  12. rabbany238@gmail.com : মোঃ রাকিবুল ইসলাম : মোঃ রাকিবুল ইসলাম
  13. shahrastiecenter@gmail.com : হৃদয় চন্দ্র পাল চাঁদপুর জেলা প্রতিনিধি : হৃদয় চন্দ্র পাল চাঁদপুর জেলা প্রতিনিধি
  14. mdriazuddin503@gmail.com : মোঃ রিয়াজ উদ্দিন : মোঃ রিয়াজ উদ্দিন
  15. rohanrashed603@gmail.com : রোহান রাশেদ : রোহান রাশেদ দৌলতখান, ভোলা।
  16. sctc5323@gmail.com : মোসাঃ সামছুন্নাহার, বিশ্বম্ভপুর, সুনামগঞ্জ। : মোসাঃ সামছুন্নাহার, বিশ্বম্ভপুর, সুনামগঞ্জ।
  17. shamim29f@gmail.com : মোঃ শামীম হোসাইন, পিরোজপুর জেলা প্রতিনিধি : শামীম হোসাইন রিগান পিরোজপুর জেলা প্রতিনিধি
  18. shoukat.hossen@gmail.com : মোঃ শওকত হোসেন নাজিরহাট, ফটিকছড়ি, চট্রগ্রাম। : মোঃ শওকত হোসেন নাজিরহাট, ফটিকছড়ি, চট্রগ্রাম।
  19. admin@technewsbd24.com : TN24 : টিএন বিডি24
  20. uzirpurdigitalpostoffice@gmail.com : প্রদীপ দেবনাথ, উজিরপুর উপজেলা প্রতিনিধি. : প্রদীপ দেবনাথ, উজিরপুর উপজেলা প্রতিনিধি.

নড়াইলে ২দিনব্যাপী পৌষসংক্রান্তি মেলা ও ঘোড়াদৌড় দেখতে হাজারো মানুষের ভিড়

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

নড়াইলে ২দিনব্যাপী পৌষসংক্রান্তি মেলা ও ঘোড়াদৌড় দেখতে হাজারো মানুষের ভিড়

খন্দকার সাইফুল নড়াইলঃ
নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের চাকই-রুখালী এলাকায় সোমবার ও মঙ্গলবার
দু’দিনব্যাপী পৌষসংক্রান্তি মেলা ও ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে চাকই-রুখালী মাঠে এক ঘোড়দৌড় প্রতিযোগিতা
অনুষ্ঠিত হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো নারীপুরুষ উপস্থিত হয়েছে।
বিজয়ীদো মধ্যে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জজ
আদালতের জিপি আ্যাডভোকেট অচিন চক্রবর্তী। এ সময় বিছালী ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান হেমায়েত হোসেন ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত
ছিলেন। প্রতিযোগিতায় কিশোরগঞ্জ, খুলনা, যশোর, মাগুরা ও নড়াইলের ২০টি ঘোড়া
অংশগ্রহন করে। প্রতিযোগিতায় মফিজুল মেম্বরের ঘোড়া প্রথম, নিশাত ফকিরের
ঘোড়া দ্বিতীয় ও মরিয়ম বেগমের ঘোড়া তৃতীয় হয়। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার
দেওয়া হয় ২০ হাজার টাকা। মেলাকে কেন্দ্র করে আশেপাশের ১০ গ্রামের মানুষের
মিলনমেলা সৃষ্টি হয়।
রুখালী গ্রাওে চন্দন বিশ^াস বলেন, পৌষসংক্রান্তি উপলক্ষে মেলা ও ঘোড়াদৌড়
প্রতিযোগিতা দেখতে খুবই ভালো লাগে। প্রতি বছর অপেক্ষায় থাকি এ ঘোড়দৌড়
প্রতিযোগিতা দেখার জন্য।
চাকই গ্রামের বন্দনা বিশ^াস বলেন, দু’দিনব্যাপী পৌষসংক্রান্তি মেলা ও
ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখতে আমাদের এলাকায় আশেপাশের ১০ গ্রামের মানুষ
উপস্থিত হয়। পৌষমেলার কারনে সম্প্রীতি ও মেলবন্ধন বজায় থাকে। আমরা এ
আয়োজন আনন্দ সহকারে উপভোগ করি।
এদিকে ঘোড়ার মালিক মফিজুল মেম্বর বলেন, একেকটি ঘোড়া লালন-পালনসহ পরিচর্যা
খরচ অনেক হলেও মানুষকে বিনোদন দিতে গ্রামবাংলার এই ঐহিত্য ধরে রেখেছেন
তারা।
আয়োজকরা বলেন, এলাকার মানুষের মাঝে সম্প্রীতি ও মেলবন্ধন বজায় রাখতে
ঘোড়াদৌড়সহ দু’দিনব্যাপী পৌষমেলার আয়োজন করা হয়েছে। ইতিহাস-ঐহিত্যের
ধারাবাহিকতায় এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখতে চায় এলাকাবাসী।

Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
All rights reserved © Tech Business Development Ltd.
Support BY TechITBD
error: Content is protected !!