নড়াইল প্রতিনিধি খন্দকার সাইফুলঃ কােভিড-১৯ প্রতিরােধের কারণে নড়াইলে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সীমিত আকারে পালিত হচ্ছে। দিবসটি পালন উপলক্ষ্যে জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ ও বিভিন্ন সংগঠনের আয়ােজনে স্বাস্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।
১৬ ডিসেম্বর (বুধবার) সূর্যাদয়ের সাথে সাথে ৩১ বার তােপরধনির মাধ্যমে দিবসের কর্মসুচির সূচনা হয়। পরে জাতীয় পতাকা উত্তােলন করা হয়। জাতীয় পতাকা উত্তােলন শেষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, বধ্য ভূমি, গণকবর ,বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পন, গণকবর জিয়ারত ও মােনাজাত এবং বঙ্গবন্ধু মঞ্চে স্বাস্য বিধি মেনে সংক্ষিপ্ত আকারে আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ, বধ্য ভূমি ,গণকবর, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ম্যুরালে পুস্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ সােহরাব হােসন বিশ্বাস, পুলিশ সুপার মােহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, জেলা আওয়মীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চদ্র বােস, অতিরিক্ত জেলা প্রশাসন(সার্বিক) মাঃ ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, জেলা আওয়ামীলীগ ও এর সহযােগী সংগঠন, মুক্তিযােদ্ধা সংসদ, জলা বিএনপি ও এর সহযােগী সংগঠন, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি,নড়াইল পৌরসভা,নড়াইল প্রেসক্লাব, জেলা আইনজীবি সমিতি,জেলা শিল্পকলা একাডেমি, পাসপাের্ট অফিস,সরকারি বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শন, ধর্মীয় প্রতিষ্ঠান বিশেষ মােনাজাত ও প্রার্থনা । ###
খন্দকার সাইফুল
নড়াইল
১৬/১২/২০
০১৭২৪৩২৬০৮৫