জেলা প্রতিনিধি, মোঃ নাঈম ইসলামঃ ফুলবাড়ী উপজেলার মহাসড়কের জয়নগর নামক স্থানে বিরামপুর থেকে ছেড়ে আসা হানিফ এন্টার প্রাইজের বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী মোঃ মাহাবুবুর আলম (৪০) গুরুতর আহত হলে তাকে গত কাল সকাল ৯.৩০ বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে বগুড়ায় নিয়ে যাওয়ার পথে রানীগঞ্জ নামক স্থানে গাড়িতে মৃত্যুবরণ করেন। নিহত ব্যাক্তি হলেন বগুড়া জেলার শারিয়াকান্দি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মোঃ রেজাউল করিম এর পুত্র।
এলাকার স্থানীয় ব্যাক্তি মোঃ ইসমাইল হোসেন জানান, বিরামপুর থেকে ছেড়ে আসা হানিফ এন্টার প্রাইজ যার গাড়ি নম্বর: ঢাকা মেট্রো ব-১৫-৩৮০৯। সকাল ৯ টায় ফুলবাড়ী অভিমুখে আসতে থাকলে জয়নগর নামক স্থানে বিরামপুর অভিমুখে যাওয়া মোটর সাইকেল আরোহী মোঃ মাহাবুব আলমকে ধাক্কা দিলে মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে বগুড়ায় নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হানিফ এন্টার প্রাইজের গাড়ি, গাড়ির চালক ও হেলপারকে আটক করা হয়েছে।