রাঙ্গুনিয়া প্রতিনিধিস্ব
নির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে গরিব অসহায় দুস্থ মানুষের মাঝে, রাঙ্গুনিয়ার গণমানুষের নেতা বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ এমপি মহোদয়ের পারিবারিক প্রতিষ্ঠান এন এন কে ফাউন্ডেশন এর মাধ্যমে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব জসিম উদ্দিন তালুকদার, ইউনিয়ন এন এন কে ফাউন্ডেশন এর সভাপতি জনাব ইদ্রিস মেম্বার এর সভাপতিত্বে, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এন এন কে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, নির্বানীতোষ সাহা ভাস্কর এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব আলহাজ্ব মোহাম্মদ নুরুল্লাহ,উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য জনাব আলমগীর হোসেন, লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মীর হোসেন বাবুল ভাই, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব সিদ্দিকী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ জহির উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিমসহ ইউনিয়ন পরিষদের সদস্য, সদস্যা, মন্ডলীরা উপস্থিত ছিলেন ।