প্রদীপ দেবনাথ, উজিরপুর উপজেলা প্রতিনিধি।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গা পুজা আনুষ্ঠানিকভাবে শুরু হয় মহালয়ার মাধ্যমে। করোনা ভাইরাসের কারনে অন্যান্য বছরের মতো এবছরও স্বাস্থবিধি মেনে সারা দেশে পূজা উদযাপনের উদ্দেশ্যে উপজেলা পর্যায়ে পূজা মন্ডপ তৈরী হচ্ছে। জেলার ৬২০ টি মন্ডপের মধ্যে উজিরপুর উপজেলায় ১১১টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হওয়ায় প্রত্যাশায় প্রতীমা তৈরীতে ও রং তুলিতে এখন মহাব্যস্ত সময় পার করছেন উপজেলার মৃৎশিল্পীরা।
২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার ষষ্ঠী পুজার মধ্য দিয়ে দেবীর নবপত্র কল্পারম্ভ। ওইদিন মন্ডপে মন্ডপে মুখরিত করবে ঢাক-ঢোল আর কাঁসরের শব্দ। ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার সপ্তমী পূজা, ২৪ অক্টোবর ২০২০ শনিবার মহা-অষ্টমী পুজা, ২৫ অক্টোবর ২০২০ রবিবার মহা-নবমী পূজা ও ২৬ অক্টোবর ২০২০ সোমবার মহা-দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিন ব্যাপি আয়োজিত শারদীয়া দুর্গা পুজার সমাপ্তি ঘটবে।
উপজেলা ভাইস চেয়ারম্যান ও পূজা উৎযাপন কমিটির সভাপতি- রন্টু কুমার বাইন উপজেলার সবাইকে শারদীয়া দূর্গা পূজার উৎসবের শুভেচ্ছা জানিয়ে বললেন, সঠিক ভাবে প্রত্যেক বছরের ন্যায় এবারে একটু ভিন্ন আংগিকে পূজা উৎযাপন করা হবে। দর্শনার্থীদের প্রত্যেককে সামাজিক দূরত্ব বজায় রেখে বাধ্যতামুলক মাস্ক ব্যবহার করে মন্দিরে প্রবেশ করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতী বিশ্বাস বলেন, ২৬ দফার শর্ত অনুযায়ী পুজারী, ভক্ত আর দর্শনার্থীদের প্রত্যেককে সামাজিক দূরত্ব বজায় রেখে বাধ্যতামুলক মাস্ক ব্যবহার করে মন্দিরে প্রবেশ করতে হবে।
শারদীয়া দূর্গা পূজায় কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পুজা উদযাপন করা হবে এমনটি প্রত্যাশা সকলের।