মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ সোমবার ১লা নভেম্বর সকাল ১০.৩০ ঘটিকায় লোহাগড়া থানা চত্ত্বরে লোহাগড়া থানার আয়োজনে নির্বাচনী ব্রিফিং এর আয়োজন করা হয়।
উক্ত ব্রিফিং এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) জনাব এস, এম, কামরুজ্জামান, পিপিএম, লোহাগড়া নির্বাচন অফিসার, আনসার ভিডিপি কমান্ডার, অফিসার ইনচার্জ (ওসি) লোহাগড়া থানা, জনাব আবু হেনা মিলন, ডিআইও (১) জেলা বিশেষ শাখা, নড়াইল জনাব মীর শরিফুল হক সহ নির্বাচনে নিয়োজিত জেলা পুলিশ ও আনসারের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।
প্রধান অতিথি পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, লোহাগড়া পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হবে। সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে এবং প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত অফিসার ও ফোর্স, পুলিশের পাশাপাশি র্যাব, বিজিপি ও আনসার মোতায়ন করা হবে। ভোটারদের সঙ্গে সুন্দর ব্যবহারের মাধ্যমে ভোট দেওয়া নিশ্চিত করতে হবে।
যদি কোন ব্যক্তি বা গোষ্ঠী বা ভোটার ভোট কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বিনষ্ট করতে চায়, তাহলে তৎক্ষনিকভাবে নির্বাচন কেন্দ্রের অফিসার উর্দ্ধোতন কর্তৃপক্ষকে অবহিত করে আইনী ব্যবস্থা গ্রহণ করবেন।
আমরা লোহাগড়া পৌরবাসীদের আশস্ত করতে চাই লোহাগড়া পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।