লোহাগড়া পৌরসভায় নৌকা প্রতীকের প্রার্থী জয়ী

    • আপডেট সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

    খন্দকার সাইফুল নড়াইলঃ

    নড়াইলের লোহাগড়া পৌরসভায় আ.লীগের নৌকা প্রতীকের প্রার্থী সৈয়দ মশিয়ূর রহমান ৯হাজারর৫’শ ৫৭ ভোট পেয়ে বেসরকারী নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী বর্তমান মেয়র ও বিদ্রোহী প্রার্থী আশরাফুল আলম পেয়েছেন ৬হাজার ৬’শ ৬৭ ভোট। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মনোনীত মো. মঈনুল হাসান কাজল (হাতুড়ী-কাস্তে) প্রতিক নিয়ে ১’শ ৯৩ ভোট পেয়েছেন । নির্বাচনে ৯ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুই প্লাটুন বিজিবি, দুই প্লাটুন র্যাবসহ বিপুল সংখ্যক পুলিশ ও আনসার বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন। নড়াইল জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ওয়ালিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১টি ভোট কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এর মাধ্যমে বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটারের সংখ্যা ছিল ২৩ হাজার ৭৩৭ জন।

    নির্বাচনে ভোট পড়েছে ৬৯ দশমিক ৩৪ শতাংশ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে বিশ্বনাথ দাস, ২নং ওয়ার্ডে উজ্জল হাসান, ৩নং ওয়ার্ডে আনিসুর রহমান, ৪নং ওয়ার্ডে মিলু শরীফ, ৫নং ওয়ার্ডে পলাশ শেখ, ৬নং ওয়ার্ডে গিয়াসউদ্দিন ভূইয়া, ৭নং ওয়ার্ডে শাহজাহান সিরাজ বিদ্যুত, ৮নং ওয়ার্ডে ফারুক শেখ, ৯নং ওয়ার্ডে সাহিদুর রহমান সাবু, সংরক্ষিত মহিলা ১নং আসনে সেকেলা বেগম, ১নং খালেদা জামান, ৩নং ওয়ার্ডে রাজিয়া সুলতানা বিউটি বিজয়ী হয়েছেন।

    Share This Post in Your Social Media

    Comments are closed.

    More News Of This Category
    All rights reserved © Tech Business Development Ltd.
    Support BY TechITBD
    error: Content is protected !!