লালমোহনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পুলিশের ব্যাডমিন্টন টুর্নামেন্ট

    • আপডেট সময় : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

    এ. এইচ .রিপন ভোলা -জেলা প্রতিনিধি:

    ভোলার লালমোহনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পুলিশের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। একদিন ব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টে পুলিশদের সম্বনয়ে গঠিত ভোলা জেলার চরফ্যাশন, মনপুরা, দুলারহাট, দক্ষিণ আইচা শশীভূষন, বোরহানউদ্দিন, তজুমদ্দিন ও লালমোহন ৮ টি থানার দল অংশগ্রহণ করে। রোববার রাতে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণ আইচা থানাকে ২-১ সেটে হারিয়ে জয় লাভ করে লালমোহন।
    লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমানের আয়োজনে ও লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদের সার্বিক সহযোগিতায় টুর্নামেন্ট চলাকালীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম,পিপিএম। পরে প্রধান অতিথি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

    Share This Post in Your Social Media

    Comments are closed.

    More News Of This Category
    All rights reserved © Tech Business Development Ltd.
    Support BY TechITBD
    error: Content is protected !!