এ এইচ রিপন ভোলা প্রতিনিধি:ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো. নাহিদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের চরমোল্লাজী গ্রামে এ ঘটনা ঘটে। শিশু নাহিদ ওই এলাকার সুমনের ছেলে।
শিশু নাহিদের মা সালমা বেগম জানান, আমি ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলাম। এসময় নাহিদসহ আরেকজনকে বাড়ির উঠানে খেলতে দেখি। কিছুক্ষণ পরে তাদের দেখতে না পেয়ে পুকুরে গিয়ে নাহিদকে ভাসতে দেখে উদ্ধার করি। পরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এব্যাপারে লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুর ময়না তদন্তের জন্য লাশ ভোলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।