এ .এইচ. রিপন ভোলা জেলা প্রতিনিধিঃ
ভোলার লালমোহনের পশ্চিম চর উমেদ ইউনিয়নের ১নং ওয়ার্ড কচুয়াখালী গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরধরে মারপিটের ঘটনায় ইউসুফ আলী আরিন্দা (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায় ১৬ জানুয়ারি শনিবার সকালে বাড়ীর পাশে জমির বেড়া দিতে গিয়ে পাশের বাড়ীর আজহার, ছিটু, ইব্রাহীম, শহিদুল, জাকির, আলইসলামদের সাথে বাকবিতন্ডতার এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ সময় বৃদ্ধ ইউসুপ আলী মারামারির মধ্যে পড়ে মারা যান। আহত হন ছেলে শাহে আলম, পুত্রবধু মমতাজসহ আরও দুইজন। লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং লাশ পোস্টমর্টেমের জন্য ভোলায় প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ইউসুপ আলীর ছেলে শাহে আলম বাদী হয়ে লালমোহন থানায় মামলা দায়ের করেছে। মামলা নং- ১৩/২১