এ .এইচ. রিপন ভোলা -জেলা প্রতিনিধিঃ
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, ও নতুন কমিটি ঘোষনার মধ্য দিয়ে ভোলার লালমোহনে জাতীয় শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২১ ইং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ ডিসেম্বর) বিকাল ৩টায় লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
সম্মেলনে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব কে এম আজম খসরু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: শাহে আলম। প্রধান অতিথি তার আলোচনায় বলেন আওয়ামীলীগের ভ্রাতৃপ্রতিম বৃহৎ সংগঠন হলো জাতীয় শ্রমিকলীগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৯ সালের ১২ অক্টোবর দেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিকলীগ প্রতিষ্ঠা করেন। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে শ্রমিকলীগের বিভিন্ন সময়ে রাজপথে আন্দোলন করে তাদের দাবী আদায় করেছে।
সকল বাধা বিপত্তি জয় করে আজ আন্তর্জাতিক পরিমন্ডলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বমহিমায় উজ্জ্বল। শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বসভায় বিশেষ মর্যাদায় উন্নীত করেছেন তাঁর যোগ্য নেতৃত্বে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা শ্রমিক লীগে জাকির হোসেন পঞ্চায়েতকে পূণরায় সভাপতি ও মো. রুবেল ফরাজীকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।