এ .এইচ. রিপন ভোলা জেলা প্রতিনিধিঃ
ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে ভোলার লালমোহনের প্রথম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘‘লালমোহন নিউজ ২৪.কম” এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সত্য ও সুন্দরের পথে, সময়ের সাথে শ্লোগানে সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যার পর লালমোহন প্রেসক্লাবে ৭ম বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। লালমোহন নিউজ ২৪.কম এর সম্পাদক ও প্রকাশক মোঃ জসিম জনির সভাপতিত্বে এবং প্রধান বার্তা সম্পাদক হাসান পিন্টুর সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলার নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. রাসেলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, লালমোহন প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি রফিক সাদী, লালমোহন প্রেসক্লাবের সহসভাপতি মাহমুদ হাসান লিটন, যুগ্ম-সম্পাদক মাহাবুব আলম, রুহুল আমীন, সদস্য জহিরুল হক সেলিম, শাহীন আলম মাকসুদ, নুরুল আমিন প্রমূখ।
অতিথিগণ তার বক্তব্যে বলেন, সংবাদপত্র হলো সমাজ ও দেশের দর্পন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করাই হলো সংবাদপত্র ও সাংবাদিকদের প্রধান কাজ। দ্বীপজেলা ভোলার বিশেষ করে লালমোহনের তৃনমূলের সংবাদগুলো সবার আগে লালমোহন নিউজ২৪.কম এর মাধ্যমে আমরা জানতে পারি। লালমোহন নিউজ২৪.কম বস্তুনিষ্ঠ ও সংবাদ পরিবেশন করে সকলের কাছে জনপ্রিয় হয়েছে এবং এ এলাকার মানুষ এই অনলাইনটির উপর আস্থা ও বিশ্বাস রয়েছে। আমারা লালমোহন নিউজ২৪.কম এর ৭ম বর্ষপূর্তি উপলক্ষ্যে এই পত্রিকার সম্পাদক, প্রকাশক, বার্তাসম্পাদ, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনগুলোতে দিকে তারা লালমোহনের ইতিবাচক সংবাদগুলো এবং উন্নয়নের সংবাদগুলো প্রকাশ করে তাদের সুনাম অক্ষুন্ন রাখবে এই আশা রাখছি।
আলোচনা সভা শেষে লালমোহন নিউজ২৪.কম এর ৭ম বর্ষপূর্তি উপলক্ষ্যে কেক কাটা হয়। আলোচনা সভায় লালমোহন উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদিকগণ উপস্থিত ছিলেন।