মোঃ আব্দুল হাকিম,রংপুর প্রতিনিধিঃ রংপুর জেলা বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়ন অধীনস্থ লালদীঘি এলাকায় লালদীঘি পীরপাল ডিগ্রি কলেজে 28/06/2021 ইং তাৱিখ বিকাল 4 টায় মুজিব বর্ষ- 2021 উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি এবং লালদীঘী পীৱপাল ডিগ্রি কলেজের সীমানা প্রাচীর নির্মাণের শুভ উদ্বোধন করলেন , জনাব মেহেদী হাসান , বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি , লালদিঘি পীৱপাল ডিগ্রি কলেজ । এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি জনাব মোঃ মশিউর রহমান মন্ডল , প্রতিষ্ঠাতা সদস্য , লালদীঘি পীৱপাল ডিগ্রি কলেজ গভর্নিং বডি,উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ, জনাব মোঃ নজরুল ইসলাম, উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আনিসুল ইসলাম , উপস্থিত ছিলেন জনাব মোঃ আমজাদ হোসেন , উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল হাকিম, বিদ্যোৎসাহী সদস্য,এবং আরো উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য, লালদীঘি পীরপাল ডিগ্রী কলেজ গভর্নিং বডি, ,উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ এ সময় সীমানা প্রাচীর নির্মাণের শুভ উদ্বোধন করেন এবং প্রতিষ্ঠানেৱ একাডেমিক ভবনের সামনে কিছু চারা গাছ রোপণ করেন । বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং পীৱপাল ডিগ্রি কলেজের সম্মানিত সভাপতি ,জনাব মেহেদী হাসান , “টেক নিউজ বিড 24 কে বলেন, লালদীঘি পীরপাল ডিগ্রী কলেজ স্বনামধন্য একটি প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠানটির ফলাফল অনেক ভালো, এ প্রতিষ্ঠানটির নিয়ম-শৃঙ্খলা অনেক ভালো এবং রাজনীতি ও ধূমপানমুক্ত ভালো একটি প্রতিষ্ঠান ।