স্টাফ রির্পোটারঃ
ফ্রান্সে রাসুল (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী বাজারে মুসল্লিরা বিক্ষোভ মিছিল করেন। রোববার (১ নভেম্বর) জোহরের নামাজের পর প্রচন্ড বৃষ্টির মধ্যে মুসল্লিরা পেড়লী বাজার মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় উপস্থিত ছিলেন-মসজিদের ঈমাম মাওলানা মুফতী আহম্মদ, মুফতী ফিরোজ আহম্মেদ, মাওলানা ওমর ফারুক, আবু মুসা, হাফিজুর রহমানসহ মুসল্লিরা। রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের পণ্য বর্জনসহ জাতীয় সংসদ অধিবেশনে নিন্দা জ্ঞাপনের দাবি জানান বিক্ষোভকারীরা।